Easy Program of Travelling
বাঙ্গালী বেড়াতে ভালবাসে। তাই কোথাও দল বেঁধে বেড়াতে যাওয়া মাছ ভাত খাওয়ার মতই আমাদের সহজাত প্রবৃত্তি। আমাদের বড় বড় ব্যবসা নেই, নেই বিশাল ইমারত, নেই ছবির মত সাজান বাড়ি, কিন্তু আছে মনের ফুর্তি, আছে কল্পনা বিলাসী ভ্রমণপ্রিয় মন। আছে হাজার অনটনের মধ্যেও বাচার আনন্দ। সারা বছর কষ্টে সৃষ্টে থেকেও ছুটির মৌসুমে আমাদের মন চায় উড়তে, চায় পারিপার্শ্বিক জীবন থেকে পালিয়ে যেতে, একটু পরিবর্তন আনতে, একটু বৈচিত্রের সন্ধান করতে। কিন্তু পালাতে চাইলেই কি পালান যায়? সবার পক্ষে তা সম্ভব হয় না। কারণ বেড়াতে যাওয়ার জন্য চাই টাকা, পরিকল্পনা, ছুটি ও সর্বোপরি জায়গা। এছারাও দরকার বারতি তথ্যের, যেমন কতদিন আগে, কিভাবে ছুটির প্লান করবেন? কি কি সঙ্গে নেবেন? কিভাবে প্যাক করবেন ইত্যাদি ইত্যাদি।

দুটো বা তিনটি দম্পতি মিলে ছুটিতে যাওয়া ভারী মজা- যদি গাড়ী করে বেড়াতে যাওয়ার মত থাকে, তাহলে দুজন বা তিনজন মিলে খরছটা ভাগ করে নিলে কাররেই গায়ে তেমন আঁচড় পড়ে না। অথবা আপ্নারা কয়েক বন্ধু মিলে বেড়াতে যাবেন। যাই হোক বেড়াতে যেতে চান? তাহলে আজ থেকেই প্লানিং শুরু করে দিন। প্রথমে সিধান্ত নিন কোথায় যাবেন? কত জন যাবেন? কতদিন থাকবেন? সিধান্ত নেওয়ার পর ট্রেনের অথবা বাসের বুকিং করে ফেলুন, বিশেষত দুরপাল্লার যাত্রার ক্ষেত্রে। তবে কাছে পিঠে বেড়াতে গেলে অসুবিধা হবে না। বুকিং, অর্থাৎ কোথায় থাকবেন সেটা এখনই ঠিক করে নিন। ঢাকা শহরেই রয়েছে পর্যটন বিভাগের দপ্তর। সেখানে যোগাযোগ করে কোথায় থাকবেন তার ঠিকানা জেনে নিন।